Thursday, February 21, 2013

ফেসবুক এর কিছু শর্টকাট কী । দেখতে পারেন ।

আমাদের প্রতিদিনই এখন কমবেশী কম্পিউটারে বসা লাগে – এবং নেটে বসলে একবারের জন্য হলেও যার ফেসবুক এ্যাকাউন্ট আছে সে ফেসবুকে যাবেই!
 আজকে লিখব ফেসবুকে কিছু “কী-বোর্ড শর্টকাট” নিয়ে – যা আমি নিশ্চিত আমাদের অনেকেই কোনদিন জানতই না!!
এই ব্লগটা অনেক ছোট হবে, তাই ফার্স্টেই একটা আজদাহা ছবি দিয়া জায়গা ভরাইলাম!! 3 ShortCut Of FACEbooK
শর্টকাটগুলো মূলত মাইক্রোসফ্‌ট উইন্ডোজ চালিত কম্পিউটারের উপর ভিত্তি করে, আশা করি লিনাক্সেও কাজ করবে… কিন্তু ম্যাক এর ক্ষেত্রে সিউর না! 22 ShortCut Of FACEbooK
ফেসবুক পেজে গিয়ে ‘কী’-গুলো একসাথে চাপুন! আর মজা দেখুন!
Alt + 1 : নিউজ ফিড -এ যাবে (News Feed, বা সবার ভাষায় “হোমপেজ” !)
Alt + 2 : প্রোফাইল
Alt + 6 : এ্যাকাউন্ট সেটিংস (Account Settings)
Alt + 7 : প্রাইভেসি সেটিংস (Privacy Settings)
Alt + 8 : সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে নিয়ে যাবে
Alt + 9 : ফেসবুকের Legal দলিল, প্রাইভেসি স্টেটমেন্ট ইত্যাদি পড়তে পারবেন
Alt + 0 : ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে
_____
এছাড়া বোনাস হিসেবে কম্পিউটারের কয়েকটা কম পরিচিত কীবোর্ড শর্টকাট: (XP ব্যাবহারকারীদের জন্য স্পেশাল)
(Windows Button*) + E : My Computer সরাসরি ওপেন হবে
(Windows Button) + D : সব ওপেন উইন্ডো একসাথে মিনিমাইজ (minimize) হবে
[পুরনো 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর জন্য]: কোন সাইট, যেমন ফেসবুকে যেতে হলে এ্যাড্রেস বারে শুধু facebook লিখে Ctrl ধরে রেখে Enter চাপুন, সরাসরি ফেসবুকে যাবে

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Make Money Online Free.