Tuesday, October 16, 2012

ভাইরাস এর সমস্যা মুছে দিন চিরতরে। নিয়ে এলাম উইন্ডোজ ৭ এর জন্য মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল এবং উইন্ডোজ ৭ আপডেট করার উপায়।

এখন ভুলে যান ভাইরাস/এন্টিভাইরাস এর চিন্তা চিরদিনের জন্য। উইন্ডোজ ৭ এর জন্য নিয়ে এলাম Microsoft Security Essential । কেবল মাত্র জেনুইন উইন্ডোজ এর সাথেই Microsoft Security Essential ব্যবহার করা যায়। জেনুইন উইন্ডোজ কিনতে গেলে আপনার ৬৫-১৬৫ ডলার খরচ করা লাগবে। কিন্তু আমি আপনাকে দিব একদম ফ্রী এবং সাথে থাকছে Microsoft Security Essential ।
আপনার উইন্ডোজ টি একটিভেট না হয়ে থাকলে নিচের পদ্ধতি অনুসরন করুন...
১) প্রথমে নিচের ফাইল টি ডাউনলোড করুন।

ডাউনলোড

২) ফাইল টি ওপেন করে ইন্সটল বাটন এ ক্লিক করুন।

৩) কম্পিউটার রিস্টার্ট করুন।
তাহলে আপনার উইন্ডোজ একটিভেট হয়ে যাবে।
_______________________________________________________________________________
এবার আসুন কিভাবে Microsoft Security Essential ইন্সটল করবেন।
Microsoft Security Essential ইন্সটল করার জন্য আপনার উইন্ডোজ টি সম্পূর্ণ আপডেট থাকতে হবে।
উইন্ডোজ ৭ আপডেট করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন...
১) স্টার্ট মেনু তে গিয়ে windows update লিখে সার্চ করুন। এরপর উইন্ডোজ আপডেট আইকন এ ক্লিক করুন।
২) Check for updates এ ক্লিক করুন।


৩) এরপর Important Updates এ ক্লিক করুন।

৪) এখন Update for windows 7 (KB971003) বক্স টি আনচেক করুন এবং রাইট বাটন ক্লিক করে Hide Update এ ক্লিক করুন।

৫) এবার Back এ গিয়ে install updates এ ক্লিক করুন। এখন আপনার আপডেট হওয়া সুরু হবে।
৬) আপডেট হওয়া শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করুন।
এবার নিচের লিঙ্ক থেকে মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ডাউনলোড করে নিন।

Microsoft Security Essential For windows 7 (32 bit)

Microsoft Security Essential For windows 7 (64 bit)

বি দ্রঃ
১) ইন্সটল করার আগে আগের সকল অ্যান্টিভাইরাস রিমুভ করে নিন।
২) ইন্সটল এর সময় আপনার ইন্টারনেট বন্ধ করে নিন।

ইন্সটল করা শেষ হলে আবার ইন্টারনেট সংযোগ দিয়ে আপডেট করে নিন। প্রথম বার ৪০-৬০ মেগাবাইট আপডেট হবে।

ফিনিস । :mrgreen:   :mrgreen:    8-)   8-)


Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:

  1. I've been using AVG security for a few years now, and I'd recommend this Anti virus to all you.

    ReplyDelete

 

Copyright @ 2013 Make Money Online Free.