Monday, October 15, 2012

এ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করবেন

এ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সাধারনত পন্য বিক্রি করে কিছু কমিশন প্রাপ্তিকে বোঝানো হয়ে থাকে।
আমাদের দেশে এ ধরনের  ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন থেকে যতগুলো আয়ের পন্থা
সম্পর্কে আমরা জেনেছি, এ্যাফিলিয়েট মার্কেটিং তাদের মধ্যে অন্যতম। ভাল মানের একজন ব্লগার এ মাধ্যম থেকে
প্রচুর পরিমান অর্থ উপার্জন করতে সক্ষম। ভাল মানের একজন ব্লগারের কথা বলছি এ কারনে যে, এই মাধ্যম থেকে
উপার্জনের জন্যও আপনার দরকার হবে প্রচুর পরিমান ভিজিটর আর ভাল মানের একজন ব্লগারই পারে বিভিন্ন মাধ্যম
থেকে ভিজিটর সংগ্রহ করতে।Amazon বেশ ভাল মানের এবং নির্ভরযোগ্য একটি সাইট এ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ।
বিশ্বের অনেক ব্লগার এই সাইটের পন্য মার্কেটিং করে প্রচুর পরিমান অর্থ উপার্জন করছে। এ সাইটের পন্য বিক্রি করতে পারলে
আপনি পাবেন মোট  commission ১৫%। অর্থাৎ ১০০ টাকার একটি পন্য বিক্রি হলে আপনি পাবেন ১৫ টাকা৷
১০০ ডলারের পন্য বিক্রিহলে আপনি পাবেন কমপক্ষে ১০০০ টাকা।
My website name is http://adf.ly/DiPt9
এ্যাফিলিয়েট মার্কেটিং এর পূর্ব প্রস্তুতি:
  1. শুরুতেই paid ডোমেইন বা free ডোমেইন এর মাধ্যমে একটি ওয়েবসাইট খুলে unique  আর্টিকেল পোষ্ট করুন৷
  2. বিশ্বের বিভিন্ন দেশ থেকে  মোট ভিজিটরের পরিমান বৃদ্ধির জন্য ব্যাকলিংক তৈরি করুন৷
  3. ফোরাম পোষ্টিং, কমেন্ট পোষ্টিং ও  Seo এর কাজগুলো বেশি বেশি করতে থাকুন।
    কারণ ভিজিটর বৃদ্ধির জন্য Seo এর কোন বিকল্প নেই।
  4. নিয়মিত ভিজিটরের আপডেট দেখে দেখে  নতুন পরিকল্পনা গ্রহন করুন।
যখন মনে করবেন আপনার ব্লগটি এখন বেশ popular এবং ভিজিটরদের কাছে গ্রহনযোগ্য হয়েছে তখন আপনি
এ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য পরিকল্পনা গ্রহন করুন। কেননা, সবচেয়ে বড় সত্য হচ্ছে আপনার সাইটে
বিদেশী ১০০০ ভিজিটর ঢুকলে হয়ত আপনার এ্যাফিলিয়েটকৃত পন্য বিক্রি হবে minimum ১০ টি।
তবে এটিও সত্য যে, ভালমানের একটি ব্লগ সাইটে প্রতিদিন হাজার হাজার ভিজিটর আনা কঠিন কিছু নয়।

কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন Amazon.com এর পন্য:

শুরুতেই http://www.amazon.com সাইটে সঠিক নাম-ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
সাইটের Make Money with Us অপশন থেকে এসোসিয়েট হিসেবে যোগদান করুন।
এখানে একটি Id আপনার জন্য নির্দিষ্ট করা হবে, সে আইডিটি সংরক্ষনে রাখুন
আপনার  সকল তথ্যের পর্যালোচনা শেষে 2 দিনের মধ্যে আপনাকে একটি
মেইল পাঠানো হবে এবং বিশেষ একটি পেজে প্রবেশের অনুমতি পাবেন।
মূল পেজে প্রবেশের পরে Get started now বাটনে ক্লিক করে দেখে নিন সকল নিয়ম কানুনের আপডেট।
এবার এ সাইট থেকে প্রডাক্ট এর লিঙ্ক এইচটিএমএল কোড সংগ্রহ করে আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটে
ব্যবহার করুন। এরপর যারাই আপনার দেয়া লিঙ্ক থেকে পন্য সংগ্রহ করবে আপনি পাবেন মোট পন্যমূল্যের ১৫%।
যারা নতুন blog বা website খুলেছেন৷ আশা করি তারা  কিছুটা হলেও এ্যাফিলিয়েট মার্কেটিং
সম্পর্কে ধারনা নিতে পারবেন।
পেমেন্ট পদ্ধতি অবশ্যই চেক সিলেক্ট করবেন।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

2 comments:

  1. Did you know you can create short links with LinkShrink and earn money for every click on your short links.

    ReplyDelete
  2. Get daily suggestions and instructions for making $1,000s per day FROM HOME for FREE.
    SUBSCRIBE FOR FREE

    ReplyDelete

 

Copyright @ 2013 Make Money Online Free.