Tuesday, October 23, 2012

শীর্ষস্থানীয় ওডেস্ক নিয়ে মেগা টিউন

।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুব ভালো লাগে। আমি আজ oDesk নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।এই টিউনে থাকবে ভুয়া প্রোফাইল চেনার উপায়,ভুয়া প্রোফাইল বন্ধ করে দেবার উপায়,কিভাবে oDesk এ তারাতারি কাজ পাওয়া যায়,oDesk এ Account সাসপেন্ড এর হাত থেকে কিভাবে বাঁচা যায়,ফিডব্যাক কিভাবে নিতে হয় ইত্যাদি।

ভুয়া প্রোফাইল গুলো কিভাবে আমাদের ক্ষতি করেঃ

oDesk এ কাজ বিড করতে গেলে প্রায় চোখে পরে ভুয়া প্রোফাইল গুলো ।তখন মনটা সত্যই খারাপ হয়।কারন যারা জেনুইন oDesk এ কাজ করে তারাই কাজ সহজে পায় না তার মধ্যে আবার ২ নাম্বার লোক!আপনি কি জানেন, কাদের জন্য আপনার কাজ পেতে দেরি হয়? ঠিক ধরেছেন।মুলত এদের জন্য আপনার কাজ পেতে দেরি হয়।কারন আগে যখন কাজে বিড করতাম তখন প্রতিদিন আর্টিকেল এ গড়ে বিড পড়তো ১০-২০ টি ।কিন্তু এখন বিড পরে ৫০-১০০,কখনও তারও উপরে।PTC সাইট গুলো বন্ধ হবার পর সবাই oDesk  এ Account খুলছে ।এরা জেনে ,না জেনে oDesk Account করে জব বিড করে যাচ্ছে । কারো প্রফাইল দেখলেই বোঝা যায় এর প্রফাইল এখন ১০০% হয় নি ।না জেনে Account করে ভাল,তারপরও তথ্য গুলো দেয় ভুয়া । এভাবে ভুয়া প্রফাইল হতে থাকলে আপনাকেই কিছুদিন পরে খুঁজে পাওয়া যাবে না ।

কিভাবে আমারা একজোট হবোঃ

আমারা যারা অনলাইন এ কাজ করি তারা ৮০% মানুষ বিভিন্ন ব্লগ সাইটে সময় দেই।কারন শেখার সবচেয়ে ভাল জায়গা ব্লগ সাইট।আমার আগেও অনেকে এব্যাপারে লিখেছে ,আজ আমিও লিখছি,কাল আপনিও লিখবেন এ নিয়ে।তারপর দেখবেন ওই ২ নাম্বার লোকগুলো এমনিতেই oDesk ছেরে দিবে,আর যদি না দেয় তবে আমারা তাদের oDesk ছাড়া করব।oDesk এ বেশি কাজ করে বাংলাদেশ,ভারত,ফিলিপাইন এবং পাকিস্থান।আমার লিখাটা যেহেতু ভারত,ফিলিপাইন এবং পাকিস্থান এর মধ্যে ছড়িয়ে দিতে পারব না।কিন্তু আমি চাই আমারা বাঙ্গালীরা একজোট হয়ে ইদুর তাড়ানোর মত এদের তাড়াব।

ভুয়া প্রোফাইল চেনার উপায়ঃ

আমারা যখন জব বিড করতে যাই তখন আমারা উক্ত জব বিড দাতাদের প্রোফাইল দেখে আসি।কারন বাকিদের দেখলে বোঝা যায় আমি কাজ পেতে পারি কিনা।তাই যখন বিড দাতাদের প্রোফাইল দেখবেন তখন একটু লক্ষ্য করবেন উনার প্রোফাইলে দেওয়া তথ্য গুলো আসল না ভুয়া।আপনি মনে করছেন? এটা কি ভাবে সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব!আমরা যারা বাংলাদেশে থাকি তাদের তো বাংলাদেশের প্রায় সব জায়গা সমন্ধে ধারনা আছে।তাই আপনার সেই ধারনাই পারবে ভুয়া প্রোফাইল খুজে বের করতে।নিজের জেলার প্রোফাইল গুলো ভুয়া কিনা সেটা তো ধরতে পারবেন? আমরা ইচ্ছা করলে নিজ নিজ জেলার প্রোফাইল গুলো সনাক্ত করতে পারব ।

ভুয়া প্রোফাইল এর ক্ষেত্রে আমাদের করনীয়ঃ

এইসব ভুয়া প্রোফাইল এ গিয়ে Flag as inappropriate এ ক্লিক করে ফ্লাগ করুন।Flag as inappropriate টি প্রফাইল এর উপরে থাকে।অথবা একটু কষ্ট করে oDesk লগিন থাকা অবস্থায় Contact Support এ যান এবং Create a support Ticket এ ক্লিক করে উক্ত প্রোফাইল এর লিঙ্ক দিয়ে বিস্তারিত লিখুন।ভয় পাবার কোন কারন নেই।তারপর oDesk আপনার সাথে যোগাযোগ করবে এবং সত্যতা যাচাইয়ের পর উক্ত Account oDesk সাসপেন্ড করে দিবে।

এতে আপনার এবং আমার লাভঃ

এতে করে oDesk থেকে ভুয়া লোক গুলো চলে যাবে এবং এতে মাথাপিছু কাজ বাড়বে,জব বিড কম হবে এবং আপনি প্রতিনিয়ত কাজ পেতে থাকবেন।

কিভাবে এরা সমস্যা সৃষ্টি করে চলছেঃ

ভুয়া প্রোফাইল গুলো বেশি পরিমানে থাকার জন্য Client/ক্রেতা বুঝতে পারছেনা কোনটা আসল প্রোফাইল এবং কোনটা নকল প্রোফাইল।যারা ভুয়া তারা সবসময় কম রেটে বিড করে ফলে Client তাকে হায়ার করে। কিন্তু কাজ না করে দেবার কারনে Client ভাবে সব কন্ট্রাক্টরাই ওকর্মঠ বা কাজ জানে না।আমরাও যখন জব বিড করতে যাই তখন দেখি উক্ত Client জব পোস্ট করেছে ২০ টি আর পেইড করেছে ১০ জনকে।তখন মনে করি উক্ত Client ই খারাপ ,ঠিক মত পেমেন্ট করে না।কিন্তু একটু মাথা খাটান-ধরুন ওই Client ভুয়া ৪ জনকে হায়ার করেছিল কিন্তু কাজ না পারার জন্য পুনারায় Client জব পোস্ট করেছে।এখন বুঝুন এরা কত বড় সমস্যা তৈরি করেছে।Client এবং আমাদের ভিতর দ্বিমত তৈরি করেছে।

যেভাবে আমি শুরু করলামঃ

আমি কিছু দিন আগে একটি ভুয়া প্রোফাইল খুজে পাই।ওই প্রোফাইল এ সকল তথ্যই ছিল ভুয়া যা দেখে আমি oDesk এ কমপ্লিন করতে বাধ্য হই। প্রোফাইল এর মালিকের বাসা ঢাকাতে কিন্তু সকল তথ্য ছিল বগুড়ার।আমার বাসা বগুড়াতে তাই আমি খুব সহজই বুঝতে পারলাম এই প্রোফাইল পুরটাই ভুয়া।
প্রমানঃ১
Employment History
grammen phone grammen phone,Bogra
January 2008 - January 2010
I am software engineer of grammenphone in bogra.
data entry Ring sine company ,dhaka
January 2008 - January 2011
I am a highly expert to data entry. I am a experience for the work.
দেখুন ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বগুরাতে কাজ করেছেন।তিনি গ্রামীণ ফোন এ Software Engineer হিসাবে ছিলেন।
দেখুন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ঢাকায় কাজ করেছেন।তিনি Ring Sine কোম্পানি তে ডাটা এন্ট্রি কাজ করতেন।
আমার প্রস্নঃ
১. একই সময়ে একজন বাক্তি দুই জেলায় কিভাবে কাজ করে?
২. তিনি কি হেলিকাম্পারে যাতায়াত করতেন?
৩. যে Software Engineer সে কি Data Entry এর কাজ করে?
প্রমানঃ২
Education
Bachelors, bogra bogra university
January 2008 - January 2011
I have completed the graduation from Bogra.
Diploma, Electrice engeniering sherpur zila school
January 1993 - January 2004
My experience at this educational institution
* Highlights any clubs, groups, societies that were part of your experience
* Highlights any awards that you received
* Includes a ranking or grade point average
বগুরাতে দুইটি University আছে।
১.Govt.AzizulHaqueCollege, Bogra
2. Govt.ShahSultanCollege, Bogra
এবং শেরপুরে কোন Zilla School নেই।Zilla School আছে বগুরা সাত মাথায়,যার নাম Bogra Zilla School,Bogra
আমার প্রস্নঃ
১. বগুরাতে কি Bogra University নামে কোন University আছে?
২. কোন থানা পর্যায়ে কি কোন Zilla School থাকে?কারন শেরপুর হল একটি থানা মাত্র।
৩. ১৯৯৩-২০০৪=১১ বছর।আমি জানি Diploma শেষ করতে ৪ বছর লাগে।কারো কি ১১ বছর লেগেছে?
oDesk প্রোফাইল টিকে সাসপেন্ড করে দিয়েছে।প্রোফাইল টি খুবই দেখতে ইচ্ছা করছে তাই না?প্রোফাইল এর লিঙ্ক টি কোন লিখার মধ্যে ঢুঁকে না দিয়ে নিচে দিয়ে দিচ্ছি।
https://www.odesk.com/users/SEO-expert_~01ba4bcac13836a524
অনেক তো হল!এখন আপনাদের কিছু মূল্যবান তথ্য দেই।

কিভাবে oDesk এ তারাতারি কাজ পাওয়া যায়ঃ

১. প্রোফাইল ১০০% তৈরি করুন এবং প্রোফাইল সুন্দর ভাবে সঠিক তথ্য দিয়ে সাজান।
২. বেশি বেশি স্কিল টেস্ট দিন।
৩. নির্ভুল ভাবে কভার লেটার লিখুন।
৪. নিজে একটি ব্লগ Account খুলুন এবং আপনার কিছু কাজের নমুনা সেখানে রাখুন। জব বিড করার সময় কভার লেটারে সেই লিঙ্ক দিয়ে দিন ।
৫. ভালভাবে ইন্টার্ভিউ দিন।
৬. Client এর সাথে ভাল আচরণ করুন এবং
৭. নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দিন।

কিছু নিয়ম মেনে চলুনঃ

আমাদের অনেকেরই Account সাসপেন্ড হয়।কেন হয় তা আমারা জানিনা।তাই নিচের শর্তাবলী মেনে চলুন।
১. একই কভার লেটার সব Client দের দিবেন না ।জবটি ভাল ভাবে পড়ুন এবং সে অনুসারে কভার লেটার লিখুন।
২. নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করুন।
৩. কোন Client আপনার বিরুদ্ধে কমপ্লিন করলে oDesk যা বলে তাই করুন।নিজে মাতাব্বর হবেন না।
৪. Hourly জব এর ক্ষেত্রে কাজ ও সময়ের মিল রাখুন।Client যাতে বুঝতে না পারে যে আপনি বেশি সময় নিচ্ছেন।
৫. নিজের নাম ও ছবি পালটাবেন না।এতে oDesk আপনাকে সন্দেহ করতে পারে।
৬. একই কম্পিউটার থেকে একাধিক Account চালাবেন না, এমনকি খুলবেনও না।
৭. তারপরও যদি আপনার Account সাসপেন্ড হয় তবে হেল্প এ গিয়ে oDesk এর সাথে যোগাযোগ করুন।
আশাকরি এর পর থেকে আপনাদের কোন প্রকার সমস্যা হবে না।আর সমস্যা হলে চিন্তা কি বাংলাদেশের oDesk Facebook Help পেজ এ গিয়ে আপনার সমস্যার কথা তুলে ধরুন আশা করি সমাধান খুব তারাতারি পেয়ে যাবেন। সবাই ভাল থাকবেন এবং মন দিয়ে oDesk এ কাজ করবেন।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Make Money Online Free.