Saturday, December 8, 2012

এবার পিসি বন্ধ হবে নিজে নিজে

আমরা অনেকেই ইন্টারনেট এ বড় ফাইল বা মুভি বা অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই।এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ২,৩ ঘন্টা খোলা রাখতে হয়। অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।কিন্তু একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ হবে।তাহলে ছলুন দেখি......
ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে ৫০ মিনিট লাগবে।এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন।তখন আপনাকে যা করতে হবে তা হল।
  • ১ ঘনটা মানে হল ৩৬০০ সেকেন্ড।প্রথমে আপনার পিসির কোন খালি জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন
  • desktop>right click>shortcut
  • এবার নতুন উইন্ডো তে টেক্সট বক্স এ SHUTDOWN -s -t 3600 লিখুন

  • সংখ্যার জায়গায় আপনি আপনার কাঙ্খিত সময় টি সেকেন্ড এ হিসাব করে বসান।
  • এরপর নেক্সট >ফিনিশ দিয়ে বের হয়ে আসুন।
  • এবার ডেক্সটপ এ shutdown নামে একটি সর্টকাট তইরি হবে।
  • সেটা তে একবার ক্লিক করে দিলে আপনার পিসি ৩৬০০ সেকেন্ড পর বন্ধ হবে।
এটি windows xp,vista,7 এ কায করবে। উইন্ডোজ ৮ এ কায কবে নাকি যানিনা। কারন আমি এটার ডেভেলপার প্রিভিউ ভারসন ব্যবহার করেছি।
আপনি যদি পিসি রিস্টার্ট করতে চান তবে SHUTDOWN -r -t 3600 লিখুন। এবার আর পিসি নিয়ে আপনার চিন্তা করতে হবেনা। শিগ্রই আবার আসবো নতুন টিউন নিয়েআসব ...সে পর্যন্ত

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Make Money Online Free.