Thursday, June 6, 2013

ফ্ল্যাশ ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ

নিঃসন্দেহে উইন্ডোজ সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে, যেমন- কাজ না করে, নষ্ট বা সিডি/ডিভিডি ডিস্কে অন্য কোন সমস্যা থাকে, তখন কী করবেন? খুবই চিন্তার বিষয়! এ অবস্থায় আমাদের খুব বিপাকে পড়তে হয়। তবে আপনার কাছে যদি ৪ গিগাবাইট বা এর চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লাস ডিস্ক থাকে তাহলে কোন চিন্তাই নেই।
ফ্লাস ডিস্ক হিসেবে আপনি নিতে পারেন পেনড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদি। যাক, এবার কাজের কথায় আসি। এখন কীভাবে সম্ভব? তাই না।
দেখুন নিচের ধাপগুলোঃ
১. প্রথমে ৪ গিগাবাইটের একটি ফ্লাসডিস্ক, উইন্ডোজের সিডি/ডিভিডি ও উইনটুফ্লাশ সফটওয়্যার নিন।
২. সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে যান Click Here
৩. কম্পিউটারে উইন্ডোজের সিডি বা ডিভিডি এবং ফ্লাসডিস্ক প্রবেশ করান।
৪. এবার সফটওয়্যারটি ইন্সটল করে চালু করুন।
৫. WintoFlash Wizard থেকে Windows File Path এ সিডি/ডিভিডি ড্রাইভের ফাইলগুলো দেখিয়ে দিন এবং USB Device এ কম্পিউটারে সংযুক্ত ফ্লাসডিস্কটি দেখিয়ে দিন।
৬. এবার Next বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরী হবে।
এবার আসুন সেটআপ কার্যক্রমেঃ
১. প্রথমে বায়োস থেকে ফার্ষ্ট বুট হিসেবে Removal Devices নির্বাচন করুন।
২. এবার বায়োসের সেটিং সেভ করে বেরিয়ে আসুন।
৩. এবার ফ্লাসডিস্কটি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।
৪. এবার কম্পিউটার ফাইল কপি শুরু হবে। কপির পরে কম্পিউটার রিস্টার্ট হবে।
৫. এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করুন। তাহলে Setup শেষ হবে।
মন্তব্য করতে ভুলবেন না। ভুললেও মন্তব্য করবেন দয়া করে…………

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Make Money Online Free.