Saturday, March 22, 2014

গুগল সার্চের কিছু এক্সক্লুসিভ ট্রিকস ও টিপস

না জানার কারণে অনেক সহজ সাধারণ কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। চলতি পথে কোন তথ্য দরকার হলে অনেক সময় কি করব সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। গুগলে খুঁজে আমরা জেনে নিতে পারি অনেক তথ্য। টুকিটাকি কিছু তথ্য কিভাবে খুঁজবেন ভেবে পান না অনেকেই। তাদের জন্য কিছু টিপস।sports tracking 500x300 গুগল সার্চের কিছু এক্সক্লুসিভ ট্রিকস ও টিপস
ক্যালকুলেটর:
দ্রুত অংকের কোন সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনার ক্যালকুলেশন তুলে দিন গুগল সার্চ বক্সে।
ইউনিট কনভার্টার:
উচ্চতা, ওজন, আয়তন যে কোন এককের রূপান্তর করে দেবে ইউনিট কনভার্টার। একই ভাবে করতে পারবেন মুদ্রার রূপান্তর।
স্পোর্টস ট্র্যাকিং
চলার পথে জানতে ইচ্ছে হল প্রিয় দলের খেলার সংবাদ কিংবা ভেন্যু। টীম বা লীগের নাম লিখে স্পোর্টস ট্র্যাকিং করতে পারবেন গুগল বক্স থেকে।
ফ্লাইট শিডিউল:
এয়ারলাইন এবং ফ্লাইট নাম্বার জানা থাকলে খুঁজে নিন ফ্লাইটের সব তথ্য! সার্চ বক্সে লিখুন যে কোন শহর বা এয়ারপোর্টের “ফ্লাইটস টু” কিংবা “ফ্লাইটস ইন”। জেনে নিতে পারবেন ফ্লাইটের সকল তথ্য ঘরে বসেই।
সূর্যোদয় এবং সূর্যাস্ত:
আপনার শহরে কিংবা পৃথিবীর যে কোন শহরের সূর্যোদয়, সূর্যাস্ত সম্পর্কে জানতে চাইলে শহরের নামটি লিখে ‘সানরাইজ’ লিখুন সার্চ বক্সে। এমনকি আপনি চাইলে গুগলের বিল্ট-ইন ফিচার আপনাকে হিসেব করে দেবে পরবর্তী সূর্যোদয়ের সময়টাও।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:



  1. Nice And Great Article post it is very useful and helpful for me Thanks For Sharing

    ReplyDelete

 

Copyright @ 2013 Make Money Online Free.