Wednesday, January 2, 2013

মোবাইল এর মাধ্যমে সাইট তৈরি এবং আয় এর কৌশল। [পর্ব 2]

টেকটিউনস এর ভাইজানেরা  সবাই কেমন আছেন?
গত পর্বে  আলোচনা করেছিলাম কিভাবে একটি মোবাইল সাইট তৈরি করতে হয়
আজ পর্ব দুইয়ে আলোচনা করব, এই মোবাইল সাইট তৈরির মাধ্যমে কিভাবে আয় করবেন।
নিচে মোবাইল সাইট তৈরির মাধ্যমে কিভাবে আয় করতে পারবেন তার কিছু কৌশল আলোচনা করা হল।
১.প্রথমে আপনার সাইটটি বিভিন্ন ওয়াপমাস্টার টুলস ব্যাবহার করে সুন্দর ভাবে সাজাতে হবে।বেশি টুলস ব্যাবহার করবেন না কারন আপনার সাইটের লোডিং স্পীড কমে যেতে পারে।
২.আপনার সাইটটি যদি ডাউনলোড এর সাইট হয় তাহলে এতে ভিসিটরদের চাহিদা অনুযায়ী বিভিন্ন
ধরনের ফাইল সংরক্ষন  করুন।
৩.কিছু ফোরাম যুক্ত করুন।যেমনঃ Tips & tricks,Mobile Blog,Wapsite review ইত্যাদি।এবং
এ সকল ফোরামে পর্যাপ্ত  আর্টিকেল যুক্ত করুন।
৪.এরপর আপনার সাইটটিকে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন এ যুক্ত করুন।ফলে আপনার সাইটের
ট্রাফিক বৃদ্ধি পাবে।
৬.আপনার সাইটে ফ্রী ট্রাফিক/ভিসিটর পেতে লিঙ্ক কল্লিডার ,শারিয়ত ব্যাবহার করতে পারেন।এদের
মাধ্যমে আপনি প্রতিদিন ২০০-৩০০ ভিসিটর পেতে পারেন।
৫.এরপর আপনার সাইট এ কিছু অ্যাড যুক্ত করুন।সবচাইতে ভাল হয় যদি আপনি  Clicksor / Bidvertiser/Cithika এর এড যুক্ত করতে পারেন।
৭.আপনার সাইটের জন্য ফেসবুক ফেনপেজ, গুগল প্লাস,টুইটার এ অ্যাকাউন্ট তৈরি করে সাইটের
বিভিন্ন স্থানে শেয়ার বক্স যুক্ত করুন।
৮.সর্বোপরি আপনার সাইটের আকর্ষণীয় ফাইল বা অন্যান্য দিকগুলো বিভিন্ন ব্লগ,ফেনপেজে
শেয়ার করতে পারেন।
Wapnod.com সাইটটি থেকে আরও পরিস্কার ধারনা নিতে পারেন
[মনে রাখবেন, একটি সাইটের ভিসিটর হল সেই সাইটের প্রান তাই যেই সাইটে ভিসিটর যত বেশি সেই
সাইটের আয়ও তত বেশি]

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:

  1. Are you looking to make cash from your traffic by using popup advertisments?
    If so, have you tried using EroAdvertising?

    ReplyDelete

 

Copyright @ 2013 Make Money Online Free.