Wednesday, January 2, 2013

ফোরাম পোস্টিং করে বোনাস ডলার দিয়ে এবার LiteForex ব্রোকারে ট্রেড (ফরেক্স নিয়ে আমার লেখা-১)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কেউ কেউ হয়ত শুধু জানেন ফোরামে পোস্ট করে শুধু InstaForex এ ট্রেড করা যায় । উফফ্‌ ! যদি এমনভাবে আরো কিছু ব্রোকারে ট্রেড করার সুযোগ থাকতো!! আবার কেউ হয়ত তা-ই জানেন না । আমার এই পোষ্টে একদমই নতুন যেটা থাকবে তা হচ্ছে আপনি ফোরামে পোস্ট করে LiteForex ব্রোকারে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে । আপনি যদি মোটামুটি ইংরেজী লিখতে পারেন তাহলে সহজে এই কাজটি করতে পারবেন। আপনি কাজটি করলেই বুঝতে পারবেন এর সর্ম্পকে। আপনার দক্ষতার উপর নির্ভর করবে আপনার আয়। কোন Account Opening Fee নাই ।

ফরেক্স ট্রেড করতে হলে দরকার ট্রেডের জন্য ডলার আর সেই ডলার আপনি চাইলে নিজ টাকা থেকে কনভার্ট করেও করতে পারেন, আবার এখানে উল্লিখিত ফোরাম থেকে পোস্ট করে পাওয়া সে সমস্ত ডলার দিয়েও করতে পারেন । অনেকেই ফরেক্স করতে চান কিন্তু যথেষ্ট টাকার অভাবে পারেন না । তাদের সাহায্যার্থে এই লেখনি । আরেকটা কথা নিউ ট্রেডাররা মনে রাখবেন, ফরেক্সে আপনার মূলধন যত বেশি , ট্রেডে লস্‌ করার সম্ভাবনা তত কম । ফোরাম পোস্ট করে ট্রেড করার ডলার সংগ্রহ করার জন্য আপনাকে যা যা করতে হবে- – -
1. Forex সম্পর্কে জানতে হবে । (পোস্ট করতে আপনাদের সুবিধা এবং ফরেক্স ট্রেড করতে বেসিক ধারনার জন্য একটি ই-বুক দিয়ে দিচ্ছি । নিচে থেকে ই-বুক টা ডাউনলোড করে নিন ) ডাউনলোড করলেই হবেনা । স্টাডি করতে হবে ।
2. ফোরামে নিয়মিত পোস্ট করবেন ।
3. যে ফোরামে Post করবেন হবে তা হল – ForexPeople (প্রতি পোষ্টে ৩০ সেন্ট) আপনি প্রতিদিন ২০ টি করে পোস্ট করলে আপনার অ্যাকাউন্টে মাস শেষে আসবে 180$ যা প্রথম অবস্থায় ট্রেড করার জন্য যথেষ্টের থেকেও অনেক বেশি । আপনাকে হয়ত প্রতি দিন ৩০ মিনিটের বেশি সময় দিতে হবে না ।
4. ForexPeople থেকে পাওয়া ডলার দিয়ে আপনি LiteForex ব্রোকারে ট্রেড করবেন ।
5. তবে ID Banned হলে আপনি কিন্তু Payment পাবেন না । এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে কি কি কারনে ID Banned হয় ।
ID Banned হওয়ার কারন সমূহ -
১) Topics এর ভিতর অন্য Topic নিয়ে Reply করলে ।
২) অপ্রাসঙ্গিক Sentence লিখলে ।
৩) কারো Post থেকে / অন্য কোন Forum থেকে বা ঐ Forum এর কোন Post থেকে Copy Paste করলে ।
৪) Google, Wikipedia বা অন্য কোথাও Search করে তা Paste করলে ।
৫) একটি Computer থেকে ১ টি ফোরামে ১ টির বেশি Account করলে ।
সোজা কথা আপনাকে নিজ থেকে কিছু লিখতে হবে । ই-বুক পড়ে নিলে আপনার লিখতে আরো সহজ হবে আশা করি । আর অবশ্যই মনে রাখবেন- প্রতিটি পোস্ট যাতে অন্তত ৩ লাইনের হয় । তাতে যদি কিছু বানান ভুলও যায়, ক্ষতি নাই ।
6. ডলার ট্রেড করার জন্য অ্যাকাউন্টে জমা হবে প্রত্যেক মাসের 07 তারিখের ভিতরে ।
করতে ইচ্ছুক যারা তারা নিম্নোক্ত ফোরামে সঠিক তত্থ্যাবলি দিয়ে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন –
.


সাইনআপ একদম সহজ । তবু অনেকেই হয়তো না বুঝে থাকতে পারেন । তার ওপর যেহেতু এক পিসিতে এই ফোরামে একবারের বেশি অ্যাকাউন্ট করলে হবেনা, তাই অনেকেই সাবধানতা অবলম্বন করবেন ফরম পূরণ করতে । তাদের জন্য নিচের এই ছবিটা দেখে করলে আশাকরি সহজ হবে ।



১ নং ঘরেঃ আপনার ইউজার আইডি নাম
২ নং ঘরেঃ আপনার পাসওয়ার্ড
৩ নং ঘরেঃ পাসওয়ার্ড আবার দিবেন
৪ নং ঘরেঃ ই-মেইল লিখুন
৫ নং ঘরেঃ ই-মেইল আবার দিবেন
৬ নং ঘরেঃ রেন্ডম কোয়েসচেন এর উত্তর দিবেন । যেমন আসতে পারে- Capital of France ? আপনি লিখবেন Paris. যদি আসে How many letters in the English alphabet? (write answer in numbers) আপনি লিখবেন 26. এরকম করে ।
৭ নং ঘরেঃ পরিবর্তন না করলেও চলবে ।
৮ নং ঘরেঃ GMT +6 Almaty Dhaka সিলেক্ট করুন । কিনবা পরিবর্তন না করলেও চলবে ।
৯ নং ঘরেঃ পরিবর্তন না করলেও চলবে ।

কাজ এখানেই শেষ নয় । বোনাসের ডলারে ট্রেড করতে হলে আপনাকে ওইসমস্ত ফোরামের অনুমোদিত এফিলিয়েট লিঙ্ক থেকে ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট ওপেন করতে হবে । তা না হলে আপনি সেই ডলারে ট্রেড করতে পারবেন না । অনেকেই হয়ত এটা জানেন না । এটা খেয়াল রাখবেন । তাই ForexPeople ফোরামে পোস্ট করে পাওয়া ডলার দিয়ে LiteForex ব্রোকারে ট্রেড করতে এখান থেকে ব্রোকারের অ্যাকাউন্ট ওপেন করুন। (উল্লেখ্য যে, LiteForex ব্রোকারে অ্যাকাউন্ট খোলাতে আমি আমার এফিলিয়েট লিঙ্ক ব্যাবহার করি নি । সরাসরি ব্রোকারের এফিলিয়েট লিঙ্ক এটাচ্‌ করে দিয়েছি । তা না হলে আপনাকে তারা ট্রেড করতে দিবেনা । সো, চিন্তা করবেন না। [:)] আর ফোরামের এফিলিয়েট লিঙ্ক আমারটা দিয়েছি ! ওটা থাকলে সমস্যা নাই । থাকুক কেমন?! ) অতঃপর নিশ্চিন্তে ফোরামে গিয়ে পোস্ট করুন । মনে রাখবেন, ফোরামে প্রথম ৭-৮ টি পোস্ট ৩ লাইনের বেশি লিখবেন । কারন মডারেটররা নতুনদের প্রথম কিছু পোস্ট খুব দেখে । বাকি গুলোও যে উল্টা-পাল্টা লিখলেই হবে তা না । আড়াই থেকে তিন লাইনই যথেষ্ট । প্রতিদিন আপনি পোস্ট করতে পারবেন ১৫০০ টি সর্বোচ্চ । মানে পোস্ট করার লিমিট নিয়ে চিন্তা না করলেও চলবে । এছাড়াও বিস্তারিত হেল্পের জন্য আপনি এখানে… আসতে পারেন ।
ই-বুক দেওয়ার কথা ছিল । এই নিন- বাংলায় ফরেক্সের বেসিক বই ডাউনলোড করুন ।
LiteForex এ ট্রেডিং করতে এর জন্য মেটাট্রেডার-4 ডাউনলোড করুন এখান থেকে ।
আমি চাই যাদের ফরেক্স নিয়ে আগ্রহ তাদের সাহায্য করতে । শেখাতে নয়, কারন আমিও ফরেক্সের একজন ছাত্র । আমিও আরো শিখতে চাই । ফরেক্স থেকে শেখার কোন শেষ নাই । যতই শিখবেন, তারপরও মনে রাখবেন- আপনার শেখার এখনও অনে–ক বাকি । যারা ফরেক্স নিয়ে সিরিয়াস, ফোরাম পোস্টিং করে ডলার আয় করে তা দিয়ে ট্রেড করতে চান, তারা এক্ষেত্রে কোন সমস্যা হলে এখানে এসে জানাতে পারেন এবং নতুন কিছু জানা থাকলে তা নিয়ে আলোচনা করতে পারেন ।
যারা নিজেরা কষ্টকরে ফোরামের ডলার জমা করে তা বিক্রি করে তারা যেমন বোকা , তেমনি যারা সে ডলার কিনে তারাও তেমন বোকা । সুতরাং আমার পরামর্শ- নিজে ফোরাম পোস্ট করুন । সে ডলার সেল না করে নিজেই ট্রেড করুন। তাতে লাভ আপনারই বেশি হবে । কিভাবে ?? এখন না বুঝলেও পরে বুঝবেন । কথা কম কাজ বেশি । গত দু’দিন ধৈর্য ধরে এই পোস্ট টা তৈরি করলাম । আশাকরি আপনি না বোঝার মত কোন কারনে প্রশ্ন করতে হবেনা । তবু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন । আমি নিজে না জানলেও জেনেনিয়ে তা আপনাদের জানিয়ে দিবো । তবে নিচে সবার পজিটিভ প্রতিক্রিয়া আশা করবো !
আর হ্যাঁ, ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই লোভ, অলসতা ও ধৈর্যহীনতা পরিহার করবেন । এটা আমার প্রথম লেখা, তাই ভুল হলে আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । পরবর্তীতে ফরেক্স নিয়ে আরো লেখার আশা রেখে আজকে এখানে মুলতবি দিলাম ।।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:

  1. I liked your blog, Thanks for sharing a good and beautiful post. It will help us to find best website in bangla make money online. Go Ahead.
    Thank You.

    ReplyDelete

 

Copyright @ 2013 Make Money Online Free.